পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: মকর সংক্রান্তিতে কুয়াশার চাদরে ঢাকা ছিল পশ্চিম মেদিনীপুর জেলা। ঘন কুয়াশায় ঢাকা ছিল খড়্গপুর শহরও। এই কুয়াশার কারণে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়কে গাড়ি চলাচল, এমনকি রেল চলাচলও বিঘ্নিত হয়। মনে হচ্ছিল যেন এক টুকরো দার্জিলিং উঠে এসেছে জেলায়।

রাস্তায় গাড়ির চালকরা জানান, “ঘন কুয়াশার ফলে অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, গাড়ি চালাতে হচ্ছে আন্দাজে এবং ধীর গতিতে, অসতর্কতভাবে সামনে থেকে কেউ এলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।”

অপরদিকে এই কনকনে শীত থেকে বাঁচার জন্য কোথাও কোথাও আগুন জ্বালিয়ে ক্ষনিকের উষ্ণতা অনুভব করার প্রয়াস দেখা গেছে মানুষের মধ্যে। সেই সাথে ভিড় ছিল চায়ের দোকানগুলিতে।

