পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলাতে স্বাস্থ্য দফতরের সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার এই জেলা প্রথম “করোনা শূন্য” হল বলে জানিয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই জেলায় সর্বপ্রথম করোনার সক্রিয় রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। তারপর থেকে গত বুধবার পর্যন্ত ক্রমান্বয়ে সামান্যতম হলেও সক্রিয় করোনা রোগীর অস্তিত্ব জেলাতে পাওয়া যাচ্ছিল। কিন্তু গত বৃহস্পতিবার জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল “শূন্য”। স্বাভাবিকভাবেই খুশি জেলা স্বাস্থ্য দপ্তর। এই দপ্তর সূত্রে জানাগেছে, করোনা পর্বের শুরু থেকে এখনো পর্যন্ত এই জেলাতে প্রায় ৬৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন।