পশ্চিমবঙ্গের আপ্পু আর দিল্লির পাপ্পু একই ধরণের অপদার্থ, চুড়ান্ত কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: নিজ বাসভবনে সন্ধে বেলায় একটি সাংবাদিক বৈঠক থেকে আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকে চুড়ান্ত কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তার কথায় পশ্চিমবঙ্গের আপ্পু আর দিল্লির পাপ্পু একই ধরণের অপদার্থ।

আজ মেঘালয়ে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার মানুষের উদ্দ্যেশ্যে বলেছেন, সাবধান থাকবেন বিজেপি এখানে টাকা পয়সা বিলি করবে। তারপরই তিনি পরামর্শ দেন, “টাকা পয়সা নিয়ে নেবেন কিন্তু ভোটটা তৃণমূলকে দেবেন।” এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার পাল্টা দিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের লোকেরা এই ধরনের কথাগুলি শুনছেন। আগামী দিনে নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে টাকা পাবে তারাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ মেনে চলেন।”

অন্যদিকে আজ মেঘালয়ে, রাহুল গান্ধী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটাই উদ্দেশ্য নিয়ে মেঘালয়ে আসছেন, সেটা হলো বিজেপির জয় সুনিশ্চিত করা। ঠিক যেমনভাবে গোয়াতে করেছেন প্রচুর টাকা খরচ করে বিজেপিকে জিততে সাহায্য করেছিলেন।

এর উত্তরে সুকান্ত মজুমদার বলেন, “আমাদের বিরোধীরা আগে ঠিক করে নিন তারা কে কোথায় বসবে? আজকে প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে মিউজিকাল চেয়ার চলছে তাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে। কংগ্রেস চাইছে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। রাহুল গান্ধী ও তার দল বিগ ব্রাদার হয়ে কাজ করবেন।” সুকান্তর দাবি, এরা সবাই সেকেন্ড পজিশনের জন্য লড়াই করতে নামছেন। কারণ ফার্স্ট পজিশন অলরেডি অকুপাইড। প্রথম স্থানে তো বিজেপিই থাকবে।

তৃণমূল আসলে বিজেপিকে সাহায্য করতে মেঘালয়ে ভোটে লড়তে গেছে রাহুল গান্ধী এই কথা বলার পরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তাকে তীব্র আক্রমণ করেছে। তিনি সোনিয়া গান্ধীকে শ্রদ্ধেয় বললেও রাহুলকে অপদার্থ বলেছেন। তিনি হতাশা প্রকাশ করে বলেছেন এই অপদার্থ রাহুল গান্ধীকে মুখ করে কংগ্রেস নির্বাচনে নামছে।

তবে এই প্রসঙ্গে কুনাল ঘোষকে সমর্থন করে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চুড়ান্ত কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, কুনাল ঘোষ বেশিরভাগ সময় ভুলভাল বকে, তবে আজকে একটা কাজের কথা বলেছেন‌। তার কথায়, রাহুল গান্ধী অপদার্থ, ঠিক ততটাই অপদার্থ যেমন পশ্চিমবঙ্গে একটা আপু আছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের আপ্পু যেমন অপদার্থ সেরকমই অপদার্থ দিল্লির পাপ্পু। দুজনেই অপদার্থ। দুজনেই সিমিলার টাইপের অপদার্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *