পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে শুক্রবার মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা বিদ্যুৎ ভবনের সামনে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই বাম সংগঠনের মূল দাবিগুলি হল- সমকাজে সমবেতন, নূন্যতম ২৬০০০ টাকা বেতন ও জনবিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল বাতিলের বিরুদ্ধেই এই বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সিটু সংগঠনের সম্পাদক গোপাল প্রামাণিক, প্রলয় দাস সহ অন্যান্য নেতা ও কর্মীরা।