Tathagata, TMC, ভিন রাজ্যে দুর্ঘটনায় আনন্দ পশ্চিমবঙ্গের শাসকদের, কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ১০ জুলাই: গুজরাটে ব্রিজ ভেঙ্গে পড়ার পর তৃণমূলের মন্তব্যে কটাক্ষ
প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের।

বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এককালে bengal thinks today, india thinks day after ছিল, এখন বাঙালি সকাল থেকে রাত গুজরাট, ইউপি, এখন ওড়িশা, মধ্যপ্রদেশের দিকে তাকিয়ে থাকে। কখন ব্রিজ ভাঙ্গল, কোথায় দুর্নীতি, কোথায় রেপ যদি নিজের দোষ, থুড়ি গুণ ঢাকা যায়। ন্যাংটোর আবার বাটপাড়ের ভয়!”

প্রসঙ্গত, বুধবার সকালে ভারী বর্ষণের জেরে মোদী রাজ্য গুজরাতে ভেঙ্গে পড়ে আনন্দ ও বরোদা জেলার সংযোগকারী গম্ভীরা সেতু। এর জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়। মোরবির সেতু দুর্ঘটনার ক্ষত এখনও শুকায়নি। গুজরাতে একের পর এক ব্রিজ দুর্ঘটনায় তৃণমূল অভিযোগ তুলেছে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কি ডাহা ফেল করছে। মহাকুম্ভ-সহ একাধিক দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *