জে মাহাতো, মেদিনীপুর, ২৩ অক্টোবর: ওয়েষ্ট বেঙ্গল এমআর ডিলার্স জাতীয়তাবাদী সংগঠনের পরিচালনায় বৃহস্পতিবার মেদিনীপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ড এর কোতোয়ালী বাজার এলাকায় দুর্গাপূজা উপলক্ষ্যে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, সংগঠনের সভাপতি কাঞ্চন খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন এলাকার প্রায় ৩০০ জন দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে এই বস্ত্রদান বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।