আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মে: ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে আজ অশোকনগর এবং উদয়পল্লি এলাকায় ২৫০টি দুঃস্থ এবং অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই লকডাউন পরিস্থিতিতে বিগত এপ্রিল মাস থেকে আমরা মানুষকে সাহায্যের চেস্টা করে চলেছি।
একই ভাবে ১৯ এপ্রিল সিপাইবাজার এলাকায় ২০০ টি পরিবারকে এবং খড়্গপুরে ৮০ টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা ভেবে সিএমওএইচ অফিসে, আইএমএ পশ্চিম মেদিনীপুরের ডাক্তারদের হাতে এবং ঘাটাল হাসপাতালের সুপারের হাতে গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে বলে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।