“পশ্চিমবঙ্গকে ভূতে ধরেছে, রামনাম শুনলে ভূত ছেড়ে যাবে”, বনগাঁয় বললেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনী প্রচারে বনগাঁতে এসে বনগাঁ- চাকদা রোডের বনবিহারী কলোনি থেকে রোড শো করে রেল বাজার এলাকায় বনগাঁ পৌর এলাকার ২২ জন বিজেপি প্রার্থীর সমর্থনে বিশাল র‍্যালি করে সভা করেন।

সভায় তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ভোটের আগে বলতেন, উনি যেতেন কেউ উনাকে দেখে জয় শ্রীরাম বললে খ্যাপা ষাঁড়ের মত গাড়ি থেকে বেরিয়ে আসতেন, বলতেন আমাকে গালি দিচ্ছে, আমাকে গালি দিচ্ছে। জয় শ্রীরাম যদি গালাগালি হয় তবে ভালো কথা কি।

পশ্চিমবঙ্গকে যে ভূতে ধরেছে ভূত না ছাড়ালে রাজ্য উদ্ধার পাবে না। এই ভূত বেকারত্বের ভূত। রাম নাম শুনলে ভূত ছাড়বে।

তিনি আরও বলেন, আমি শুনছিলাম যে বনগাঁর প্রতি ওয়ার্ডে বোমা বন্দুক নিয়ে ভরে রেখেছে তৃণমূল কংগ্রেস। আমি তাদের সাবধান করতে চাই, তোমাদের গুন্ডাদের যে বড় বড় দাদা আছে উত্তরপ্রদেশের ভোটের পর সব টাইট হয়ে যাবে। একটা চোরও কোথাও বাঁচবে না যারা গরুর টাকা, বালির টাকা, কয়লার টাকা খেয়েছে সব সিবিআই’য়ের আদর খাবে। তৃণমূলে থাকলে সিবিআই ডাকবে না তো কি ভগবান ডাকবে? চোরেদের দল এক সে বড় কর এক চোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *