আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: একের পর এক বিশাল কেলেঙ্কারি এবং দুই কিশোরকে মুক্তিপণের জন্য অপহরণের পর খুনের ঘটনায় পুলিশের কড়া সমালোচনা করলেন তথাগত রায়।
বুধবার তিনি টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গ সম্পূর্ণ নৈরাজ্যের দিকে যাচ্ছে। সবচেয়ে বিরক্তিকর বৈশিষ্ট্য হল প্রথম সারির রাজ্য সরকারের নেতারা একের পর এক বিশাল কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরদারির আওতায় আসছেন এবং পুলিশের সম্পূর্ণ পতন।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সুপার-হেভিওয়েট জেলা নেতা অনুব্রত মণ্ডলের পরে, এখন আইনমন্ত্রী মলয় ঘটক। এই সঙ্গে পৌর কর্মকর্তারাও খপ্পরে।
বাগুইআটির দুই কিশোরকে মুক্তিপণের জন্য অপহরণ করে হত্যা করা হয়েছিল। তারপরে তাদের মৃতদেহগুলি ১৩ দিন ধরে বসিরহাট মর্গে পড়ে ছিল। যখন কলকাতা শহরতলির একটি থানা বাগুইআটিতে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছিল, তখন মাত্র ৫০ কিলোমিটার দূরে, অজ্ঞাত হয়ে পড়েছিল। অভিযোগকারীদের সাথে পুলিশ নির্মম ও উদ্ধত আচরণ করেছে। এই ধরনের আচরণের কারণ কী?“

