বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, কলকাতা, ২৪ জুলাই: কোনও প্রতিশ্রুতি পূর্ণ করার উপায় ছাড়াই এলোপাথাড়ি প্রতিশ্রুতি দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই সঙ্গে তাঁর মত, নিখরচায় পেয়ে পেয়ে নষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গ।
শনিবার তিনি টুইটে লিখেছেন, “কোনো একটি জনগোষ্ঠীর মেরুদন্ডটিকেই পচিয়ে দেওয়ার সবচেয়ে সহজ উপায়, বিনা শ্রমে বিনা পয়সায় তাদের কিছু ‘পাইয়ে দেওয়া’। এর ফলে তারা শুধু ‘দাবী’ করতে শেখে, পরিবর্তে কিছু দিতে শেখে না। আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর এই সর্বনাশটিই করেছে বামপন্থীরা ও তাদের মেধাবী ছাত্রী।
পশ্চিমবঙ্গে ১৯৭৭-২০১১ সালের মধ্যে কমিউনিস্টরা ৫৮,০০০ শিল্প বন্ধ করে দিয়েছিল। কয়েক হাজার মানুষকে বেকার করেছে। স্বাভাবিক কারণেই তারা দারিদ্র্য এবং কলঙ্কে সাফল্য লাভ করে। তার পরে তাদের শিষ্য মমতা টাটা মোটরসকে তাড়িয়ে রাষ্ট্রের ভাগ্য রুদ্ধ করেছিলেন। ফলাফল? মমতা জানেন যে তিনি ১০% ক্ষুধার্ত লোকের জন্যও কর্মসংস্থান দিতে পারবেন না। সুতরাং তিনি কোনও প্রতিশ্রুতি পূর্ণ করার কোনও উপায় ছাড়াই এলোপাথাড়ি প্রতিশ্রুতি দিচ্ছেন।
তিনি নিখরচায় ঘোষণা করছেন; এবং আমাদের লোকেরা পেয়ে পেয়ে অভ্যস্ত হচ্ছেন। বিনিময়ে কিছু দিতে রাজি নন। নিখরচায় পাওয়ার ব্যাপারটা যেকোনও মানুষের আত্মা ও কাজের নৈতিকতাকে বিনষ্ট করে দেয় (এ ক্ষেত্রে বাঙালি হিন্দুর)। তাঁর হাত থেকে মুক্তি পাওয়ার আগে আমরা মেরুদণ্ডবিহিন, কাজ করার অনাগ্রহসম্পন্ন, একটি জাতি হিসাবে আত্মপ্রকাশ করব। কেবল ‘আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সুভাষ, আমাদের স্বামীজি’—এই বলে খালি ধ্বনি দিচ্ছি।“