আমাদের ভারত, ৮ জানুয়ারি: পুরুলিয়ার ঝালদায় দলীয় জনসভায় যোগ দিতে এসে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার হাওড়া থেকে দুই জঙ্গি গ্রেফতারের ঘটনায় মন্তব্য করতে গিয়ে সুকান্ত মজুমদার অভিযোগের সুরে বলেন, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ ভারত বিরোধী শক্তির আঁতুড়ঘরে পরিণত হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, জামাত সহ একাধিক জঙ্গি সংগঠন তথা ভারত বিরোধী শক্তিগুলোর আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশ থেকে পালিয়ে এসে অনেক অপরাধী এখানে আশ্রয় নিচ্ছে। তাঁর দাবি, অনেক রাজ্যে অনেক অস্বীকৃত মাদ্রাসা যেগুলো সীমান্তে গড়ে গড়ে উঠেছে, সেইসব মাদ্রাসাকে এই সব কাজে ব্যবহার করা হচ্ছে। তাঁর কথায় পশ্চিমবঙ্গের পুলিশকে আরও বেশি করে সক্রিয় হওয়া উচিত। তাদের কাজ শুধুমাত্র দুটি বাড়ি পাহারা দেওয়া নয়।
এছাড়া রাজ্যে বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। তাঁর কথায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বোমা এখন শিল্প। সুকান্ত মজুমদার বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিল্প মেলা চলছে। শিল্প মেলার প্রোডাক্ট এই বোমা।”

