পশ্চিমবঙ্গ সরকার হিন্দু বিরোধী? শ্রীরাম পূজার আয়োজনে বাধা নিয়ে তোপ শুভেন্দুর

আমাদের ভারত, ১৮ জানুয়ারি: “কেন পশ্চিমবঙ্গে শ্রীরাম পূজার আয়োজনে এত ঝামেলা? মমতা পুলিশ কেন আয়োজকদের অনুমতি দিতে অস্বীকার করছে? এর কারণ কি পশ্চিমবঙ্গ সরকার হিন্দু বিরোধী এবং হিন্দু সম্প্রদায় এবং তাদের অনুভূতিকে সম্মান করে না?” এই প্রশ্ন তুলে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বৃহস্পতিবার এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “এটা লজ্জাজনক যে ভগবান রামের দেশে, আয়োজকরা শ্রীরাম পূজার অনুমতি চেয়ে স্তম্ভ থেকে পোস্টে দৌড়াচ্ছে এবং তারা অনুমতি পাচ্ছেন না। যেখানে মমতার পুলিশ মুখ্যমন্ত্রীর ডাকা “সর্ব-ধর্ম সমাবেশের মিছিলে” অনুমতি দিয়েছে। এটা অবশ্যই মুখ্যমন্ত্রী ঘৃণামূলকভাবে ঘোষণা করেছেন। জনসাধারণের অসুবিধা এই ক্ষেত্রে বিবেচনার বিষয় হচ্ছে না।

অনুরূপ একটি ঘটনায়, মাননীয় কলকাতা হাইকোর্ট বুধবার কালীঘাট বহুমুখী সেবা সমিতিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সরাসরি সম্প্রচার করার এবং দক্ষিণ কলকাতার দেশপ্রাণ শাসমল পার্কে পুজো ও কীর্তন করার অনুমতি দিয়েছে, যাদের পুলিশ অনুমতি দেয়নি।

প্রাথমিকভাবে, আমি এই হিন্দু বিরোধী রাজ্য সরকার এবং এর দাস প্রশাসনকে বলি – যারা ভগবান রামকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের প্রতি ইতিহাস সদয় হয়নি। আপনার বিবেক সম্পূর্ণরূপে বিলুপ্ত হওয়ার আগে নিজের মধ্যে কিছু অর্থে আঘাত করার চেষ্টা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *