cooperative, deputation, DM, সমবায়গুলির লুঠ হওয়া টাকা উদ্ধার ও লুঠেরাদের শাস্তির দাবি, বাঁকুড়ার জেলাশাসককে ডেপুটেশন পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ মার্চ: বাঁকুড়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক-সহ সমস্ত সমবায়ে অবিলম্বে মনোনীত বোর্ড বাতিল করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে জেলা শাসককে স্মারকলিপি দিল সমবায় মঞ্চ। এছাড়াও সমবায়গুলি থেকে লুঠ হওয়া কোটি কোটি টাকা উদ্ধার ও লুঠের সাথে যুক্ত শাসক দলের মদতপুষ্ট নেতা ও আমলাদের শাস্তির দাবি জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চের বাঁকুড়া শাখার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, পরিচালকদের ভুল নীতির ফলে যে সমস্ত প্রাথমিক কৃষি উন্নয়ন সমিতিগুলি(প্যাক্স) দেওলিয়া হওয়ার মুখে সেগুলিকে রক্ষা করার ব্যাপারে রাজ্য সমবায় দপ্তরকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতে ঋণ প্রদানের নামে মাইক্রোফিনান্স সংস্থাগুলির দাদাগিরি চালাচ্ছে তা বন্ধ করতে হবে, সরকার নির্ধারিত মূল্যে সমবায়ের মাধ্যমেই প্রকৃত কৃষকদের কাছ থেকে রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে, কৃষি ঋণে সুদের হার ৪% নির্ধারিত করতে হবে, কৃষিঋণ প্রদানে বৈদ্যনাথন কমিটির সুপারিশ কার্যকরী করতে হবে।

ডেপুটেশনের আলোচনায় নেতৃত্বে বাঁকুড়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রধান দপ্তর-সহ জেলার বড়জোড়া, কোতুলপুর, সারেঙ্গায় ব্যাঙ্কের শাখাগুলিতে যে কোটি কোটি টাকা লুঠ হয়েছে তা তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায় মঞ্চের চাপ ও আন্দোলনের ফলে লুঠের কাজে যুক্ত কিছুজন গ্রেপ্তার বা কিছুজনের চাকুরিচ্যুতির ঘটনা হলেও রাজ্য সরকার লুঠের টাকা উদ্ধারের প্রচেষ্টা না নিয়ে কোন কোন ক্ষেত্রে সরকারি বিশেষ অনুদানের মাধ্যমে লুঠ হওয়া টাকার একটা অংশ সমবায় ব্যাঙ্কে ফিরিয়ে দিয়ে লুঠের বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছেন তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন তরুণ রাজ, অসিত শর্মা, প্রতীপ মুখার্জি, উদয় শঙ্কর অধূর্য্য, অশোক ব্যানার্জি, বিশ্বজিত সিনহা, নিমাই প্রতিহার, শৌভিক বিশ্বাস, ভৈরব রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *