স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ ডিসেম্বর:
সরকারি স্বীকৃতি ও সমকাজে সমবেতনের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি নিল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ কমিটি। বৃহস্পতিবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখান থেকে জেলাশাসকের দপ্তরে গিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি শেষ করে।
তাদের বক্তব্য অনুযায়ী, তারা নিজেদের সম্পর্কে তথ্য দেওয়ার পরেও তাদের সমস্যার সমাধান হয়নি। তাদের দাবি, তারা যেন ৬০ বছরের সরকারি স্বীকৃতি পান। সুনির্দিষ্ট বেতন ও সমকাজে সমবেতনের দাবি করেন তারা। যদি তাদের এই দাবি রাজ্য সরকার না মানে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।