আমাদের ভারত, ২৩ নভেম্বর: রাজ্যে শিল্প আনার লক্ষ্যে রাজ্য সরকার বিজিবিএসের (বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট)আয়োজন করেছিল। বুধবার সেই সামিট শেষ হয়েছে। অন্যদিকে ওই দিনই ফারাক্কায় অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে তিন শিশু। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোমা গোলা বারুদ সামিট করার পরামর্শ দিয়ে তোপ দেগেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
রাজ্যে একের পর বোমা বিস্ফোরণের ঘটনা উদ্বেগ ছড়িয়েছে। কখনো বাজি কারখানায় বিস্ফোরণ কখনো বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে আক্রান্ত হয়েছে শৈশব। বিরোধীরা বার বার দাবি করেছেন পশ্চিমবঙ্গ বারুদের উপর দাঁড়িয়ে আছে। এখানে অন্য শিল্প নয় বোমা শিল্প গড়ে উঠেছে। এবার সেই প্রসঙ্গ টেনেই মু্খ্যমন্ত্রী ও তৃণমূল সরকারকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, বাংলার ভাড়ার ভর্তি করার জন্য বিভিন্ন দেশে চলা যুদ্ধে বাংলা থেকে বোমা রপ্তানি করা হোক। তিনি বলেছেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নাম পরিবর্তন করে বোমা গোলা বারুদ সামিট করা উচিত।
গতকাল সন্ধ্যায় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “মমতা ব্যানার্জির একটা কাজ করা উচিত। কোনো শিল্প তো এখানে আসছে না। এর আগেরবারও বেঙ্গল বিজনেস সামিট হয়েছিল। তারপরে অটোতে বোমা পাওয়া গিয়েছিল। হাতে তৈরি বোমা। এত যখন বোমা পাওয়া যাচ্ছে ইসরাইল প্যালেস্টাইনে যখন যুদ্ধ হচ্ছে ওদের সাথে তখন মৌ চুক্তি স্বাক্ষর করে নিতে পারেন কিংবা অন্ততপক্ষে পাকিস্তানের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করে নিতে পারেন। নিদেন পক্ষে আমরা তো বোমা রপ্তানি করি। বিজিবিএস চলছে এর ফুল ফর্ম পরিবর্তন করে দিন। যেমন বি ফর বোমা জি ফর গোলা বি ফর বারুদ আর এস ফর সামিট– বোমা গোলা বারুদ সামিট,”এটা করলে আরো ভালো হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রামে আমরা বোমা বানাবো এবং বোমা রপ্তানি করব। কমপক্ষে পাকিস্তানের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষর করে নিন। আর পাকিস্তান ইসরাইল প্যালেস্তাইনকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ডাকতে পারেন উনি।”
https://x.com/ANI/status/1727334001755763158?t=5E-lDeNUDdQSVs6gn61n3Q&s=08