আমাদের ভারত, ৯ জুন: তপন দত্ত হত্যার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের সব দায়িত্ব সিবিআই’কে পালন করার কলকাতা হাইকোর্টের আদেশকে স্বাগত জানিয়েছে স্বরাজ ইন্ডিয়া। সাথে সাথে কুর্নিশ জানিয়েছে, নিহতের স্ত্রী প্রতিমা দত্ত ও তাঁদের কন্যার এই হত্যাকাণ্ডের বিচারের জন্য সব ভয় ভীতি উপেক্ষা করে দীর্ঘ লড়াইকে।
বৃহস্পতিবার স্বরাজ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক রাম বচ্চন বলেন, “পরিবেশ রক্ষার জন্য জীবন দিয়েছিলেন তপন দত্ত। জমি মাফিয়াদের হাত থেকে জলাশয় রক্ষার দাবিতে সরব হওয়ার জন্য তাঁকে খুন হতে হয়েছিল। খুনের প্রধান ষড়যন্ত্রীদের মধ্যে তাঁর নিজ দলের প্রভাবশালী নেতাও ছিলেন, যিনি এখন রাজ্যের এক মন্ত্রী।
এই প্রভাবশালীদের প্রভাবে রাজ্য পুলিশ ও সিআইডি সঠিক তদন্ত এবং বিচার প্রক্রিয়া চালায়নি। প্রথমে জড়িত তৃণমূল নেতাদের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং পরে অন্যান্য অভিযুক্তরা প্রমাণের অভাবে কোর্ট থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু হাল না ছেড়ে, শত প্রতিকূলতার মধ্যে, এমনকি বারংবার তাদের প্রাণনাশের চেষ্টা হওয়া সত্ত্বেও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়াই করে সিবিআই তদন্তের দাবি ছিনিয়ে এনেছেন প্রতিমা দত্ত ও তাঁর কন্যা।
স্বরাজ ইন্ডিয়া তাদের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে। সাথে আশা করছে এইবার খুনের প্রকৃত তদন্ত ও বিচার হবে। দোষীরা উচিত সাজা পাবে। স্বরাজ ইন্ডিয়া প্রতিমা দত্তের সাথে আছে।”
প্রসঙ্গত, জলাভূমি ভরাটের প্রতিবাদ করায়, ২০১১ সালের ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। প্রথমে বালি থানার পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডি’কে। দীর্ঘদিন ধরে তদন্ত চলে। কিন্তু সেই তদন্তে সন্তুষ্ট হয়নি তপন দত্তর পরিবার। খুনের ঘটনার ১১-১২ বছর পরে ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর থেকে বিচারপর্ব চালিয়ে যাবে সিবিআই। যেখানে নতুন করে তদন্ত করা প্রয়োজন, সেখানে সিবিআই নতুন করে তদন্ত করতে পারবে বলেও রায়ে জানানো হয়েছে।