নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ জানুয়ারি: ফের রাজ্যের বুকে বৃষ্টির ভ্রুকুটি। আগামী ৮ ও ৯ই জানুয়ারি রাজ্যে ফের হতে পারে বৃষ্টিপাত। এমন কথাই রবিবার শোনালো আলিপুর আবাহাওয়া দফতর। ফের একটি পশ্চিমি ঝঞ্ঝার কারণে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দেখাদিয়েছে। যার ফলে আগামী ৮ই জানুয়ারির পর এ রাজ্যে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে রবিবার সারাদিন রাজ্যে মেঘলা আকাশ থাকবে। ঘূর্ণাবর্তটি বাংলাদেশ চলে যাওয়ায় বৃষ্টি হবে না। কিন্তু তার এফেক্ট থাকার জন্যে রাজ্যে মেঘলা আকাশ থাকবে।
সোমবারের পর থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে। সোমবারের পর রাজ্যবাসী ঠান্ডার আমেজ আবার পাবে। কলকাতায় ১২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ও সিকিমে তুষারপাত হবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে শীতের আমেজ সোমবার থেকেই ফিরবে বলে জানিয়েছে হাওয়া অফিস।