আমাদের ভারত,২৪ জানুয়ারি: আর মাত্র হাতে গোনা কটা দিন। তারপরই বাঙালির ভ্যালেন্টাইন ডে। কিন্তু তাতে বাধ সাধতে পারে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টিতে বানচাল হতে পারে সরস্বতী পুজো। শুক্রবার থেকে আবার রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। কমেছে তাপমাত্রা রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রকোপ থাকবে ভালোই।কিন্তু সোমবার থেকে বদলাবে আবহাওয়া। সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
শুক্রবার থেকে তাপমাত্রা নেমে আসতে পারে ১২ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে শনি ও রবিবার জাঁকিয়ে শীত উপভোগ করবেন রাজ্যবাসী। কারণ আকাশ থাকবে পরিষ্কার। কিন্তু সোমবার থেকে বুধবার পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা রয়েছে ২৭ জানুয়ারির পর। আর সেই কারণেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। সঙ্গে থাকবে পশ্চিমী বাতাস। এই দুয়ের মিলিত কারণে ২৮-৩০ শে জানুয়ারি দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও বীরভূমে। অর্থাৎ মাটি হতে পারে স্বরস্বতী পুজোর আনন্দ।