Suvendu, BJP, “মালা পরিয়ে, বাজনা বাজিয়ে খেলা লাগিয়ে দিন,” নির্যাতিতদের শুভেন্দু

আমাদের ভারত, ১১ জুলাই: “গঙ্গাজল ছিটাবো, পুজো করব, আরতি করবো। আরামসে চালান, মালা পরিয়ে, বাজনা বাজিয়ে খেলা লাগিয়ে দিন।” শুক্রবার উলুবেড়িয়ায় বিজেপি সমর্থকদের এভাবেই আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি জানান, ভারতীয় জনতা পার্টির উলুবেড়িয়া জেলা কার্যালয়ে আসার আগে এদিন তিনি সাতজন হিন্দু বীরের পরিবারদের সঙ্গে দেখা করেন। সম্প্রতি তাঁরা সংখ্যালঘুদের হাতে প্রহৃত হয়েছেন। তাঁদের মধ্যে গ্রেফতার হওয়া দলের স্থানীয় মন্ডল সভাপতি রবীন সাধুখাঁও ছিলেন।

তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন। যাঁরা এই মিথ্যা মামলার আইনি লড়াই লড়ছেন, সেই আইনজীবীদের সঙ্গেও দেখা করেন। হিন্দুদের আক্রমণ করা হয়েছে, মন্দির ভাঙ্গা হয়েছে, হিন্দুর রক্ত ঝরানো হয়েছে, হিন্দু শিশুদের কপালে আঘাত করা হয়েছে, হিন্দু দোকান লুট হয়েছে, কিন্তু একটি মুসলিম দোকানও ছোঁয়া হয়নি। সবজি পর্যন্ত লুট করেছে।

শুভেন্দুবাবু বলেন, “এই অবস্থায় আমরা আইনজীবীদের বলেছি সম্পূর্ণ আইনি সহায়তা দেব। যাঁরা জেলে আছেন তাঁদের অবস্থার খোঁজ নিয়েছি। আমাদের জেলা সভাপতি, প্রাক্তন সভাপতি, স্থানীয় নেতারা জেলে গিয়ে সবার সঙ্গে দেখা করেছেন এবং জেলের অনুমতি নিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন।

শুভেন্দুবাবু বলেন, “পুলিশ হেফাজতে থাকা দু’জনের পরিবারের সঙ্গেও কথা বলেছি। একজনের নাম সুমন, আরেকজন রোহিত। আজ সকালে সুমনের স্ত্রী দেখা করতে গিয়ে জানিয়েছেন, সুমনকে ১০-১২ ঘণ্টা অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে, শারীরিক অত্যাচার করা হচ্ছে। এটা খুবই উদ্বেগজনক। তিনি বিজেপি লিগ্যাল সেলের আইনজীবীদের বলেছেন সঙ্গে সঙ্গে মেডিকেল পিটিশন উলুবেড়িয়া আদালতে দাখিল করতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *