আমাদের ভারত, বকুলতলা, ১১অক্টোবর: গোপনসূত্রে খবর পেয়ে দক্ষিন ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ দুই অস্ত্র কারবারিকে ধরে ফেলল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নতুন আগ্নেয়াস্ত্র। ধৃতদের নাম সাবির লস্কর ও সাহেব লস্কর। ধৃত দুজনের বাড়িই জয়নগর থানার ময়দা উত্তরপাড়া এলাকায়। শনিবার রাতে বকুলতলা থানার খালাখালি গ্রাম থেকে এদেরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদেরকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
বেশ কিছুদিন ধরেই বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধার করছে পুলিশ। বিধানসভা ভোটের আগে এলাকায় অস্ত্র মজুত করা হচ্ছে বলে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মত প্রায় প্রতিদিনই বিভিন্ন থানা এলাকায় পুলিশের তল্লাশি অভিযান ও নাকা চেকিং চলছে। আর সেই তল্লাশি ও নাকা চেকিংএর ফল ও মিলতে শুরু করেছে। শনিবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের কাছে খবর আসে যে বকুলতলা থানার খলাখালি গ্রামে দুই যুবক অস্ত্র বিক্রি করতে আসছে। সেই খবর পেয়েই বকুলতলা থানার পুলিশকে সাথে নিয়ে স্পেশাল অপারেশান গ্রুপের পুলিশ কর্মীরা নির্দিষ্ট জায়গায় তল্লাশি শুরু করে। আর এতেই মেলে সাফল্য। গ্রেফতার হয় দুই সন্দেহভাজন যুবক। ধৃতদের কাছ থেকে ছয়টি ওয়ান শাটার বন্দুক উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান অস্ত্র বিক্রির জন্যই এই এলাকায় এসেছিল অভিযুক্ত দুই যুবক। তবে তারা কার কাছে এই অস্ত্র বিক্রি করতে এসেছিল বা এই ব্যবসার পিছনে আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের এদিন আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।