স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ সেপ্টেম্বর: আর মাত্র কয়েকদিন বাকি দুর্গা পূজার। এই উৎসবকে ঘিরে বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গেছে ছোট ছোট ছেলে মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে মেয়েদের সাজের বিভিন্ন জিনিস কেনার হিড়িক। প্রতিদিন তারা বেরিয়ে পড়ছেন এবং ভিড় করছেন বিভিন্ন দোকানে।
সেইসঙ্গে শুরু হয়েছে বিভিন্ন পূজা মন্ডপ ও পালবাড়িগুলিতে প্রতিমা শিল্পীদেরও ব্যস্ততা।
পাশাপাশি পূজা মন্ডপ তৈরিতে দেখা গেছে শিল্পীরাও প্রচুর দ্রুততার সঙ্গে কাজ করে চলেছেন। মৃৎশিল্পীদের কাজ প্রায় শেষ, এবার শুরু হবে প্রতিমা সাজানোর কাজ। মা দুর্গা সহ বিভিন্ন দেব দেবীর হাতে সুসজ্জিত থাকে চাঁদ মালা সহ বিভিন্ন অস্ত্র।

নবদ্বীপে সোনা পট্টি এলাকায় এক অস্ত্র তৈরির কারখানায় চলছে সেই সব তৈরির কাজ। শিল্পী রাধু অধিকারী তাঁর ব্যস্ততার মধ্যেও আমাদের জানালেন, তিনি নিজে ঠাকুরের এইসব অস্ত্র তৈরির কাজে যুক্ত আছেন প্রায় ৩০ বছর ধরে। তাদের এই কারবার বংশানুক্রমে চলে আসছে এবং ছেলেরাও এই কাজে যুক্ত আছে, আগামী প্রজন্মও এইকাজ করবে বলে তিনি আশা করেন।
তিনি জানান, আগে পুরোপুরি পিতল দিয়ে তৈরি করা হত ঠাকুরের অস্ত্র, কিন্তু এখন পিতলের পাশাপাশি স্টিল বা লোহা দিয়েও তৈরি করা হচ্ছে। গত দু বছর করোনার জন্য কিছু ক্ষতি হলেও এবছর অস্ত্রের চাহিদা আছে। তবে কাঁচা মালের দাম বৃদ্ধির কারনে এবছর এইসব অস্ত্রের দামও বেড়েছে।

