আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৪ নভেম্বর: শনিবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ খাকুরদহ পাওয়ার হাউসের কাছ থেকে এক মটোরবাইক চালককে অত্যাধুনিক অগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। ধৃতের নাম সুপ্রভাত হালদার, বাড়ী জয়নগর থানার জাঙ্গালিয়া অঞ্চলের শ্রীকৃষ্ণ নগরে। তাকে জেরা করে পুলিস বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়।
এর পর কর্তব্যরত পুলিশ অফিসার ধৃতকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪টি অসম্পূর্ণ পিস্তল, অস্ত্র ও গোলাবারুদের কিছু অসম্পূর্ণ অংশ এবং কিছু অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। ধৃত ব্যক্তিকে কিছুদিন আগে ঢোসা ইট ভাটায় ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ জানতে পারে। তাকে দফায় দফায় জেরা করে পুলিশ আরো জানতে পারে যে, ধৃত সুপ্রভাত হালদার মুঙ্গের থেকে অস্ত্র তৈরীর কারিগর এনে ক্যানিং, কুলতলী, কাকদ্বীপ সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে অস্ত্র প্রস্তুত করত ও সাপ্লাই করতো। ধৃতকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। এই কারবারে আর কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।