আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৪ ডিসেম্বর: ফের একটি অস্ত্র কারখানার হদিস মিলল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার জীবন তলায়। শুক্রবার রাতে জীবনতলা থানার ঝড়োর মোড় এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আবুল কালাম মিস্ত্রি ও মোজাফফর মিস্ত্রি নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, ধৃত আবুল কালাম মিস্ত্রি ও মোজাফফর মিস্ত্রি
গ্রিল কারখানার পিছনে এই অস্ত্র তৈরি করত। তল্লাশি চালিয়ে সতেরোটি সম্পূর্ণ ও নয়টি অসম্পূর্ন বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বন্দুক তৈরির প্রচুর যন্ত্রপাতি ও কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদেরকে আজ শনিবার আলিপুর আদালতে তোলা হয়। এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। গত একমাস ধরে এলাকায় অস্ত্র তৈরি করেছিল বলে জানতে পেরেছে পুলিশ।