Lawyear Cell, Midnapur, “বৈধ ভোটারকে অবৈধ করতে দেব না,” তৃণমূল আইনজীবী সেলের প্রতিবাদ সভায় স্লোগান মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: “ বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না, দেব না”— এই স্লোগানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা। ভোটার লিস্ট সংশোধন প্রক্রিয়ায় সাধারণ মানুষের অধিকার রক্ষায় তৃণমূলের অবস্থান যে বরাবরই দৃঢ়, সেই বার্তাই এদিন সভা থেকে তুলে ধরেন দলের আইনজীবীরা।

সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের আইনজীবী গৌতম মল্লিক বলেন, “দীপক সরকার, জ্যোতি বসুরা বিচার দিতে পারেনি, বিচার দিয়েছে তৃণমূল। বর্তমান রাজ্য সরকারের শাসনে বিরোধীরাও সুরক্ষিত।” তাঁর দাবি, ভোটের ক্ষেত্রে ভয়ভীতির পরিবেশ তৈরি করা নয়, বরং সকলের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করাই এই সরকারের লক্ষ্য।

এদিন সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বার কাউন্সিলের চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী আনসার আলী মন্ডল, আইনজীবী রাজকুমার দাস, জেলা তৃণমূল নেতৃত্বের অন্যতম মুখ এবং বিধায়ক সুজয় হাজরা। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রতিভারানী মাইতি, মৃণাল চৌধুরী, বিশ্বেশ্বর নায়েক, মৌ রায়সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবী ও দলীয় কর্মীরা।

সভায় বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় বিরোধীরা বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল এই অপচেষ্টা সফল হতে দেবে না বলেও স্পষ্ট বার্তা দেন তাঁরা। পাশাপাশি রাজ্যজুড়ে ভোটারদের সচেতনতা বাড়াতে তৃণমূল আইনজীবী সেলের তরফে আরও কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *