আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ নভেম্বর: বাংলাকে গুজরাট বানাবই, ক্ষমতা থাকলে আটকে দেখাক, ফের বারাসাতে এসে সাংবাদিকদের বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
উত্তর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর ব্লকের সন্তোষপুর এলাকার সুরবি সদন গোশালায় গোবর্ধন পূজা উপলক্ষে এদিন দুপুরে দিলীপ ঘোষ উপস্থিত হন। গো পূজার আয়োজন করা হয় সেখানে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ওই পূজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে গো সেবা সারলেন নিজে হাতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। রবিবার বেলা ১টা থেকে গো পুজোর অনুষ্ঠান শুরু হয় সুরভী সদন গোশালায়। দিলীপ ঘোষ এদিন ফের একবার সাংবাদিকদের বলেন, বাংলাকে গুজরাট বানাবই, ক্ষমতা থাকলে আটকে দেখাক।