সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ অক্টোবর: ২০২৬- এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আপনাকে গণতান্ত্রিক ভাবে হারিয়ে উলঙ্গ করে দৌড় করাব।” বিজয়া সম্মেলনীর প্রকাশ্য সভা থেকে ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জিকে এভাবে উলঙ্গ করে দৌড় করানোর হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খাঁ।
দলের সুপ্রিমোর নির্দেশে রাজ্যজুড়ে তৃণমূলের বিজয়া সম্মেলন শুরু হয়েছে। আর এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি থেকে ব্লক স্তরের নেতাদের বিরোধীদের বিরুদ্ধে আলপটকা মন্তব্য রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করে তুলছে। আজ ছাতনার শুশুনিয়ায় আয়োজিত বিজয়া সম্মেলনীতে এরকম বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় ইন্দপুর ব্লকের সভাপতি রেজাউল খাঁকে। তিনি বলেন, যে ছাতনার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে রোগীরা বিধায়কের শংসাপত্র পায় না। স্থানীয় মানুষ তার দেখা পান না। তাই বিধায়ক জেনে রাখুন, এখন সেলফি তুলতে এলাকায় এলে আপনার জন্য ডান্ডাতে তেল লাগানো আছে। এই তৃণমূল নেতা আরও বলেন যে, তাকে বিধায়ক জেহাদি বলেছেন। আব্দুল কালাম, শাহরুখ খান, আমির খানকে জেহাদি বলার দম তার আছে? হিম্মত নেই বিধায়কের। তাদের মতো মুসলিম ছেলে যারা সমাজ গড়তে নেমেছে, মানুষকে নিয়ে চলতে ও তাদের পাশে দাঁড়াতে শিখেছে তাদের জেহাদি বলেছেন। বিধায়কের কপালে অনেক দুঃখ আছে। আগামী ২০২৬- এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ছাতনার বিজেপি বিধায়ককে গণতান্ত্রিক ভাবে হারিয়ে উলঙ্গ করে দৌড় করাবো।

এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, বাঁকুড়া জেলায় তৃণমূলের বিজয়া সম্মেলনী কার্যত হুমকি সম্মেলনীতে পরিণত হয়েছে। বিরোধী দলের নেতানেত্রী থেকে নিজেদের দলের কেউ বাদ যাচ্ছে না। দেখা যাক, ২০২৬ সালের নির্বাচনের পরে জনগণ কাকে উলঙ্গ করে দৌড় করায়।
এই হুমকি বা থ্রেড কালচার নিয়ে সরব সব কটি বিরোধী দলই। তাদের বক্তব্য, ইন্দপুরের পার্শ্ববর্তী ব্লক তালডাংরায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেছিলেন, বিজেপি যেন ঝান্ডা বাঁধার একটি খুঁটিও না পায়, তা সুনিশ্চিত করতে হবে। আগামী ২০২৬- এ রাজ্যে একটাই দল থাকবে তৃণমূল। রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের পর থেকে বিজয়া সম্মেলনী হুমকি সম্মেলনী হয়ে দাঁড়িয়েছে। জেলার মানুষ এই ঔদ্ধ্যত্ব দেখছে। ভোট বাক্সে তার প্রভাব পড়বে।

