“আমরা তোমাদের মন্দিরের সামনে ঝুলিয়ে দেব, জ্যান্ত পুড়িয়ে মারব,” মুসলিম ইউথ লিগের মিছিলে হিন্দু বিরোধী স্লোগান

আমাদের ভারত, ২৭ জুলাই: কেরলের কসরগড় জেলা সেখানে মুসলিম ইউথ লিগের মিছিলে হিন্দু বিরোধী স্লোগান উঠেছে বলে অভিযোগ। অভিন্ন দেওয়ানি বিধির প্রস্তাবের বিরুদ্ধে এই মিছিল হয়। সেখানেই হিন্দু বিরোধীতা নজরে আসে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে মুসলিম লিগের মিছিলে চিৎকার করে বলা হচ্ছে, “আমরা তোমাদের মন্দিরের সামনে ঝুলিয়ে দেব। জ্যান্ত পুড়িয়ে মারবো।”যদিও এই ভিডিও’র সত্যতা যাচাই করেননি আমাদের ভারত।

একাধিক বিজেপি নেতা সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ছবি শেয়ার করেছেন। বিতর্কিত এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ কংগ্রেসের সহযোগী। তারা কেরলে মিছিল বের করেছিল। তারা হিন্দু বিরোধী স্লোগান তুলেছেন। বলছে মন্দিরের সামনে ঝুলিয়ে দেব, জ্যান্ত জ্বালিয়ে দেব।

তিনি প্রশ্ন তুলেছেন, তাহলে কি আদৌ কেরলে হিন্দু আর খ্রিস্টানরা নিরাপদ? আর একটা মিছিলে সাত বছর বয়সী এক কিশোর বাবার কাঁধে চেপে স্লোগান দিচ্ছে, চাল ফুল রেডি রাখো হিন্দু আর খ্রিস্টানরা, তাদের শেষ কৃত্যের জন্য তৈরি থাকো।

শিওরে ওঠার মতো এই ঘটনা সাম্প্রদায়িক অশান্তি তথা ভারতবর্ষের সম্প্রীতির পরিবেশ নষ্ট হবার বার্তা দেয়। কেরলে বিজেপি এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে। তাদের দাবি, এই দায় রাহুল গান্ধীকে নিতে হবে। কারণ তারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলেন আর এটাই তার নমুনা।

জানাগেছে, এই হিন্দু বিরোধী স্লোগান সামনে আসার পরেই এলাকায় শোরগোল পড়ে যায়। এমনকি মুসলিম লিগের নেতৃত্ব নড়েচড়ে বসেন। তারা এই ঘটনায় জড়িত এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বলে দাবি করেছেন। তারা জানান, এটা কখনো প্রত্যাশিত নয়। তবে এই ঘটনার পেছনে কারা রয়েছে তাও খতিয়ে দেখা শুরু হয়েছে।