“আগামী দিনে অধিকার রক্ষার লড়াইয়ে নামবো”, ২৩ তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে বললেন মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সভাপতি গণেশ চন্দ্র মাইতি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: মঙ্গলবার থেকে শুরু হল পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির ২৩তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। দুইদিন ধরে চলবে এই সম্মেলন। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গনে হচ্ছে এই সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির জেলা সভাপতি গণেশ চন্দ্র মাইতি, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চন্দন বোস, চন্দন রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিনের এই সম্মেলনে রাজ্যের ২৩টি জেলা থেকে প্রায় হাজার খানেক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলন থেকে নেওয়া হয় রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও। মিষ্টান্ন ব্যবসা থেকে সম্পূর্ন ভাবে জিএসটি প্রত্যাহার, FSAAI দ্বারা মিষ্টান্ন ব্যবসায়ীদের উপর লাগু করার নিয়ম কানুনের সরলীকরণ, FSAAI এর নাম করে ছোট ছোট মিষ্টান্ন ব্যবসায়ী গুলিকে বন্ধ করার চক্রান্ত বন্ধ করা, কর্পোরেট হাউসের হাতে মিষ্টান্ন ব্যবসা তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ সহ কয়েক দফা দাবিতে এবার জোরদার আন্দোলনে নামতে চলেছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার সমিতির ২৩ তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে অধিকার রক্ষার লড়াইয়ে নামতে চলেছে সমিতি। মঙ্গলবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এমনটাই জানালেন সমিতির সভাপতি গণেশ চন্দ্র মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *