নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ১৯ ডিসেম্বর:
আধুনিকতা ও আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। শনিবার কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি গিয়ে সে এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এই ভূমিতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজ আমার সৌভাগ্যের দিন। এই ভূমি একদিন ভারতবর্ষকে দিশা দেখিয়েছিল। এখানেই সর্বধর্মের সমন্বয় ঘটেছিল। স্বামীজি আজও ভারতবর্ষের মানুষের কাছে প্রাসঙ্গিক। ভারতবর্ষে এখনই স্বামীজীকে আমাদের বেশি প্রয়োজন। উনার আদর্শ মেনেই আমাদের চলতে হবে। যুবসমাজকে এগিয়ে নিয়ে যেতে স্বামীজীর চিন্তাভাবনা দিকে থেকে প্রচার করতে হবে।
সকালেই, নিউটাউনে অভিজাত হোটেল থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিবেকানন্দের মূর্তি ও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিতে মাল্যদান করেন। তারপর মনীষীদের পুজো করেন তিনি। পুজো শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে বই উপহার দেন মঠের মহারাজরা।