সাথী দাস, পুরুলিয়া, ১ নভেম্বর: কোনও অবস্থাতেই আত্মতুষ্টি বা দলীয় কাজে ঢিলেমি নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে জেলার সংগঠকদের মরিয়া চেষ্টা চালানোর নির্দেশ দিল বিজেপি। মূলত এই বার্তার মধ্য দিয়ে পুরুলিয়া জেলার ১৭০টি অঞ্চলে বিজয়া সম্মিলনীর আয়োজন করে সংগঠন চাঙ্গা করার পরিকল্পনা নিল বিজেপি। ২০ নভেম্বরের মধ্যে ওই বিশেষ কর্মসূচি শেষ করার সময় সীমা বেঁধে দেওয়া হয়। করোনা আবহের মধ্যেই পুজোর মরসুমকে কাজে লাগিয়ে এই ভাবেই দলের সাংগঠনিক শক্তি চাঙ্গা রাখার কাজ শুরু করল পুরুলিয়া জেলার পদ্ম শিবির।
আজ বিজেপি শহর মন্ডলের ব্যবস্থাপনায় বিজয়া সম্মিলনীর নামে ‘বিশেষ সাংগঠনিক বৈঠক’ করল পুরুলিয়া জেলা বিজেপি। বৈঠকের মঞ্চে বর্ষীয়ান নেতা বিপি সিং দেও, জেলা পর্যবেক্ষক বিবেকানন্দ ভট্টাচার্য্য, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভায় জেলা কমিটি, মন্ডল সভাপতি ও জেলার ৭টি মোর্চার নেতৃত্ব অংশ নেন। ওই বিশেষ বৈঠকে তাঁদের স্থানীয় ইস্যু নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া কৃষকদের পাশে থেকে কৃষি আইন সম্পর্কে বোঝানোর নির্দেশ দেওয়া হয়।
সভায় উপস্থিত জেলার কার্যকর্তা ও সংগঠকদের উদ্দেশ্যে জেলা পর্যবেক্ষক বিবেকানন্দ ভট্টাচার্য বলেন, “কোনও ভাবেই ঢিলেমি দেওয়া চলবে না। আগামী বিধানসভা নির্বাচনে মরিয়া চেষ্টা চালাতে হবে আমাদের। তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে রাজ্য থেকে। প্রতিটি বুথে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে দলের পক্ষে ভোট নিশ্চিত করতে হবে। “