Suvendu, BJP, “উত্তরবঙ্গের মানুষের পাশে আমরা সর্বক্ষণ আছি,” বার্তা শুভেন্দুর

আমাদের ভারত, ৭ অক্টোবর: “উত্তরবঙ্গের এই ভয়ানক বিপর্যয়ে সর্বস্বান্ত মানুষগুলোর পাশে থাকার অঙ্গীকার নিয়েছি। মানবতার পাশে, জনগণের পাশে, উত্তরবঙ্গের মানুষের পাশে আমরা সর্বক্ষণ আছি।” মঙ্গলবার বিকেলে এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, উত্তরবঙ্গের মিরিকে দুধিয়া সহ আশেপাশের একাধিক বিপর্যস্ত এলাকার আজ পরিদর্শন করলাম। মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা স্বচক্ষে দেখে সত্যিই ব্যথিত হলাম। বহু পরিবার তাদের বাড়ির সদস্য, ঘরবাড়ি, গবাদি পশু সব হারিয়ে এখন সহায় সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

আমি ত্রাণ শিবিরে উপস্থিত হয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে তাঁদের কথা মন দিয়ে শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা বিজেপি বিধায়ক ও সাংসদরা মিলে সাহায্যের আশ্বাস দিয়েছি। দলের কর্মী ও স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্য করছেন। আমাদের লক্ষ্য— দুর্গত মানুষের কাছে যত দ্রুত সম্ভব সহায়তা পৌঁছে দেওয়া এবং তাঁদের মুখে আবার হাসি ফিরিয়ে আনা।

এই কঠিন সময়ে মানবিকতার লক্ষ্যে আমাদের সকলের একত্রিত হওয়া জরুরি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *