অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ আগস্ট: গত বুধবার থেকে প্রবল বৃষ্টিপাতের জন্য ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে ৯৫ হাজার কিউসেক জল ছাড়ার কারণে জলস্তর বাড়ল সুবর্ণরেখা নদীতে। এরফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন গোপীবল্লভপুর এক’নম্বর ব্লক, গোপীবল্লভপুর দু’নম্বর ব্লক, সাঁকরাইল ব্লক ও নয়াগ্রাম ব্লকের নদী তীরবর্তী এলাকায় মানুষজন। তবে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জন্য ব্লক প্রশাসনও প্রস্তুত রয়েছে।
গোপীবল্লভপুর ১নং ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র বলেন, গালুডি জলাধার থেকে আজকে জল ছাড়া হয়েছে তবে নদীর জল এখনও বিপদ সীমার নিচে রয়েছে। নদী তীরবর্তী এলাকাগুলিতে যারা বসবাস করে তাদের দিকে আমরা নজর রাখছি। আমারা সতর্কতা মূলক সব রকম ব্যবস্থা নিয়ে রেখেছি। ফ্লাড সেন্টারগুলিতে ত্রাণ প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমার ব্লক সব সময় প্রস্তুত রয়েছে।