কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর,
২১ আগস্ট: জোড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টির জেরে ঘাটাল মহকুমার শিলাবতী নদীর জল বাড়ছে। শিলাবতী নদীর জলে এই মহাকুমার চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মপোতা গ্রামের বিভিন্ন নীচু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। ওই গ্রামের
কানাখাল সাঁকোর উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। এর ফলে পাশাপাশি দশ-বারোটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
চন্দ্রকোনা ২ নং ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্লাবিত গ্রামগুলিতে মরশুমি সবজি, ফসল সব নষ্ট হতে বসেছে। আশঙ্কায় দিন গুনছেন কৃষকরা। এমনিতেই করোনা পরিস্থিতিতে অর্থনীতির অবস্থা বেহাল, তার উপর বন্যার ফলে যদি সবজি নষ্ট হয় তাহলে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। সেই আশঙ্কায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এছাড়াও ঘাটালের মহারাজপুর, কুঠিঘাট এবং পান্নার বিভিন্ন নিচু এলাকার কৃষি জমিতে জল ঢুকতে শুরু করেছে। এর ফলে এই এলাকার সবজি নষ্ট হতে বসেছে।
পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত বলে জানাগেছে। এখনো পরিস্থিতি উদ্বেগজনক না হলেও যদি আরো বেশি বৃষ্টি হয় তাহলে তা চিন্তার কারণ হতে পারে। কারণ প্রতিবছর ঘাটাল মহাকুমায় বন্যার ফলে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

