আমাদের ভারত, নদিয়া, ৭ আগস্ট: লাগাতার বৃষ্টির জেরে জল বেড়েছে নদিয়ার ভাগীরথী নদীতে। একদিকে যেমন বেড়েছে জলের স্রোত, অন্যদিকে বেড়েছে নদীর জলস্তর। ইতিমধ্যে বিভিন্ন ব্যারেজ থেকে শুরু হয়েছে জল ছাড়া, তারই প্রভাব পড়েছে নদিয়ার শান্তিপুর সহ একাধিক জায়গায়। চিন্তায় রয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। যখন তখন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
ইতিমধ্যেই নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া, নতুনগ্রাম, হালদারপাড়া সহ শান্তিপুর পৌরসভার ১৬ নাম্বার ওয়ার্ডের নিচু এলাকায়গুলোয় ঢুকতে শুরু করেছে জল। চাষের জমিতে জল ঢুকে নষ্ট হচ্ছে ফসল। আর তাই রাতের ঘুম উড়েছে স্থানীয় মানুষের। তবে আর কয়েকদিন যদি বৃষ্টি হয় তাহলে বন্যার আশঙ্কা রয়েছে।
তবে নদী তীরবর্তী এলাকার মানুষের দাবি, গত দু-তিন দিনে বিপদ সীমার উপর দিয়ে বইছে ভাগীরথী নদীর জল। ভাগীরথী নদীর তীরে একদিকে যেমন রয়েছে কৃষি জমি, অন্যদিকে তাঁত শিল্পের সাথে জড়িত থাকা শ্রমজীবী মানুষের রুটি রুজি। এখন থেকেই চোখে মুখে আতঙ্ক গ্রাস করছে তাদের।