সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ এপ্রিল: রাস্তার অবলা জীবদের তৃষ্ণা মেটাতে জল পানের ব্যবস্থা করল পুরুলিয়ার শক্তি সংঘ। এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি লকডাউনের প্রথম থেকেই অসহায় দুঃস্থ মানুষের জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিস তাঁদের হাতে তুলে দিচ্ছে। বিভিন্ন বস্তি, মহল্লা ছাড়াও হাসপাতাল চত্বরে থাকা রোগীর পরিজনদের দুপুরের খাবার দিয়ে চলেছে তারা।
এদিন পুরুলিয়া শহরের রাস্তায় থাকা গবাদি পশু, সারমেয় এবং পাখিদের জন্য জল পানের ব্যবস্থা করার উদ্যোগ নিল। ওই ক্লাবের গুরুত্বপূর্ণ পদাধিকারী সঞ্জিত দত্ত জানান, পুর এলাকার ১৫ টি স্থানে একটি করে সিমেন্টের বড় টব বসানো হয়েছে। তাতে পাশে থাকা কল থেকে জল ভর্তি করে দেওয়া হয়। পাশে থাকা দোকানদার এবং স্থানীয়দের নিয়মিত খেয়াল রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
ক্লাবের সম্পাদক প্রদীপ কুন্ডু জানান, আমরা সারা বছর সমাজ সেবা কাজের মধ্যে যুক্ত থাকি। বাজারে যাতায়াতকারী মানুষের জন্য স্থায়ীভাবে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করেছি বহু আগেই। এবার এই গ্রীষ্মে পশু-পাখিদের কথা ভেবে পুরুলিয়া শহরের বিভিন্ন স্থানে রাস্তায় বড় টব বসিয়ে জল পানের ব্যবস্থা করা হয়েছে।