রামমন্দিরের শিলান্যাসে ভূমিপুজোর জন্য রাজ্যের ১০ জায়গার জল-মাটি গেল অযোধ্যায়

রাজেন রায়, কলকাতা, ৩১ জুলাই: ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমিপুজোর পর মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির নির্মাণে দেশের নানা প্রান্তের হিন্দু দেবস্থানের জল ও মাটি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে রাজ্যের ১০ জায়গার দেবস্থানের পূণ্য জল-মাটি।

রাজ্যের কোথা কোথা থেকে জল ও মাটি পাঠানো হয়েছে? জানা গিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ির অন্যতম শিবতীর্থ জল্পেশের জল ও মাটি গিয়েছে অযোধ্যায়। নবদ্বীপ ধামের প্রাচীন মায়াপুর ও ভাগীরথী থেকেও জল ও মাটি পাঠানো হয়ে়ছে। হুগলির ত্রিবেণী, শিলিগুড়ি, কোচবিহার, বীরভূমের তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, কলকাতার ভূতনাথ মন্দির এবং গঙ্গাসাগরের জল ও মাটি পাঠানো হয়েছে রাম মন্দির তৈরির কাজে।

কোচবিহারের মদনমোহন বাড়ি, গোঁসানিমারি মন্দির চত্বরের মাটি নেওয়া হয়েছে। তোর্সা ও সাগরদিঘির জলও নিয়ে যাওয়া হয়েছে অযোধ্যায়। তারাপীঠের জীবিত কুণ্ডের জল, দ্বারকা নদীর জল ও তারাপীঠের মহাশ্মশানের জল পাঠানো হয়েছে অযোধ্যায়।

রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে যে, বারণসীর পুরোহিতরা ভূমি পুজো করবেন। এই পুজোয় থাকবেন অযোধ্যার পুরোহিতরাও। বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, ৫ আগস্ট শিলান্যাস অনুষ্ঠান চলবে সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে বারটা পর্যন্ত। রাম মন্দিরের শিলান্যাস পর্ব সম্প্রচারিত হবে দূরদর্শনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *