আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল: মুম্বইয়ের বান্দ্রা পর এবার মুর্শিদাবাদ জেলার ডোমকল। লকডাউন ভেঙে বুধবার সকাল থেকে রাস্তা নামল কয়েক’শ সাধারণ মানুষ। তাদের একটাই দাবি খাবার চাই।
আজ সকালে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার কুঠির মোড়ে শ’পাঁচেক মানুষ রাস্তায় নামে। লকডাউন ভেঙ্গে এই
ক্ষুধার্ত মানুষরা রাস্তার ওপর বসে পড়ে। এদের বেশিরভাগই গরিব, দুস্থ। দিনমজুর বা শ্রমিকের কাজ করেন। তাঁদের বক্তব্য, আজ ২৫ দিন লকডাউন সফল করলাম কিন্তু ঘরে খাবার নেই। তাই খিদের জ্বালায় লকডাউন ভেঙে পথে নামতে বাধ্য হলাম। এই পরিস্থিতির সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। সাধারন মানুষকে বোঝানো হচ্ছে লকডাউন মান্য করে রাস্তা থেকে উঠে যাওয়ার জন্য।