বিশ্বভারতী কাণ্ডে চাই সিবিআই তদন্ত! মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

রাজেন রায়, কলকাতা, ২৪ আগস্ট: বিশ্বভারতী কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করলেও কিন্তু তাতে আর্থিক তদন্তের বাইরে আসল তথ্য উঠে আসবে না বলে আশঙ্কা অনেকেরই। সেই কারণে বিশ্বভারতী কাণ্ডে
জনৈক আইনজীবী রমা প্রসাদ সরকার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে এবার মামলা দায়ের করলেন। চলতি সপ্তাহেই হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট পৌষ মেলার মাঠে পাঁচিল দিয়ে ঘেরাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, জমি মাফিয়াদের হাত থেকে বাঁচানোর জন্যই এই কাজ করা হচ্ছিল। যদিও স্থানীয় মানুষজন সে কথা না শুনে সমস্ত কিছু ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং নির্মাণ সামগ্রী নষ্ট করে দেয়।

ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে হওয়ায় পুলিশ এই ঘটনায় কোনও ব্যবস্থা নিতে পারেনি। তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন আইনজীবী। একই সঙ্গে গোটা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সিআইএসএফ নিয়োগ করার আবেদন জানানো হয়েছে মামলায়। আবাসিকদের বাইরে যাতে কেউ বিশ্ববিদ্যালয় না থাকেন তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *