আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ জানুয়ারি: লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। দু’ মাসের মধ্যে নির্ঘণ্ট প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তাই রাজনৈতিক দলগুলিও তাদের প্রস্তুতি তুঙ্গে তুলেছে। বাংলায় ভালো ফল করতে মরিয়া পদ্ম শিবির। সেই লক্ষ্যেই সোমবার একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সোমবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে দেওয়াল লিখন করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি। দলের প্রতীক চিহ্নের পাশাপাশি স্লোগান লেখা হয়, “আরো একবার বিজেপি সরকার”। নিজের কর্মসূচির বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন সুকান্ত মজুমদার। জঙ্গিপুর সাংগঠনিক জেলার অহিরণ পার্টি অফিস থেকে সাদিকপুর দুলাল কালিতলা মোড় পর্যন্ত বাইক র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপি সাংসদ। সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি।

এরপর জঙ্গিপুরে এটি জনসভায় উপস্থিত ছিলেন। সেখানে সুকান্ত মজুমদার বক্তব্য রাখার সময় বলেন, “এতদিন আপনারা কংগ্রেসের সংসদ দেখেছেন, তৃণমূলের সংসদ দেখেছেন, সিপিএমের সংসদ দেখেছেন,এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীকে বিজেপি সাংসদ উপহার দিন। আমি কথা দিচ্ছি এখানে সোনার বাংলা তৈরি হবে।”
সাদিকপুর দুলাল কালীতলা মোড়ে বিশাল জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য শুনতে উৎসাহী মানুষজন ছাদেও ভিড় জমিয়েছিলেন।
মুর্শিদাবাদে যেমন একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছেন বিজেপি নেতা, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার প্রাক্কালে দেশজুড়ে সমস্ত মন্দিরে স্বচ্ছতা অভিযানেও নামেন সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদে মা রাজেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। সুকান্ত মজুমদার। রবিবারেও বহরমপুরের জগন্নাথ মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছিলেন সুকান্ত মজুমদার।

