রাজেন রায়, কলকাতা, ২ অক্টোবর: সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশের হাথরসে এক আদিবাসী দলিত কন্যার গণধর্ষণ এবং তার দেহ পুড়িয়ে দেওয়া নিয়ে উত্তপ্ত সারা দেশের রাজনীতি। ঘটনায় সত্য ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বিজেপি যোগী আদিত্যনাথ সরকারের দিকেই। চাপে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকারও। যদিও বিজেপি দাবি করেছে, ঘটনাটি পারিবারিক এবং সত্যকে ধামাচাপা দেওয়ার মত কিছু হয়নি।
তবে শুক্রবার সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে ফিরে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, “উত্তরপ্রদেশের সরকারের উপর ভরসা রাখুন, দলিতদের পাশেই আছে সরকার।”
শুধু তাই নয়, শুক্রবার হাথরসে ঢোকার পথেই তৃণমূল প্রতিনিধি দলকে আটকানো নিয়ে তৃণমূলকেই দায়ী করলেন মুকুল রায়। এই নিয়ে তিনি বলেন, “সারা পশ্চিমবঙ্গে দেখেছি রাজনৈতিক দল গেলে কীভাবে আটকানো হয়। অতএব এটা নতুন কিছু নয়। দলিত স্তরে কোনও অন্যায় অত্যাচার হলে ভারতীয় জনতা পার্টি আছে।’ এরপরেই তিনি বলেন, ‘অপেক্ষা করুন, উত্তরপ্রদেশের সরকার প্রতি আস্থা রাখুন। দেখবেন কী ব্যবস্থা নেওয়া হয়।”