আমাদের ভারত, ২৭ মার্চ: নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকার একাধিক জনমুখী প্রকল্প সামনে এনেছে। পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগে আইসিডিএস সহায়িকা ও আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করেছে। এবার কেন্দ্র সরকারও ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি করলো। মোট ২১টি রাজ্যের ক্ষেত্রে মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দৈনিক মজুরি।
১০০ দিনের কাজের টাকা নিয়ে যখন আন্দোলন করতে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে তৃণমূল। তখন সেই ১০০ দিনের কাজের ক্ষেত্রে বড় ঘোষণা করল মোদী সরকার। বুধবার বিজ্ঞপ্তি জারি করে মনরেগা প্রকল্পের টাকা বাড়ানোর কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের ২১টি রাজ্যে টাকা বাড়ানো হয়েছে। যদিও ওই ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল, তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছে।
এই বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের শ্রমিকদের মজুরি বাড়ছে ১৩ টাকা করে। আগে ১০০ দিনের কাজে শ্রমিকরা প্রতিদিন মজুরি হিসেবে পেতেন ২৩৭ টাকা। এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫০ টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত বাজেটে ১০০ দিনের কাজের শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। বাজেটে সেই জন্য অর্থ বরাদ্দ করেছিল সরকার। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে এবার মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করা হলো। রাজ্যভিত্তিক যে মজুরি বৃদ্ধি হয়েছে তাতে দেখা যাচ্ছে সব থেকে কম উত্তরপ্রদেশের মজুরি বৃদ্ধি হয়েছে। দৈনিক মজুরি যোগী রাজ্যে ৭ টাকা করে বেড়েছে। এক্ষেত্রে সব থেকে বেশি মজুরি বৃদ্ধি পেয়েছে গোয়ায়। সেখানে দৈনিক ৩৪ টাকা করে বৃদ্ধি পেয়েছে মজুরি।