সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ নভেম্বর: রাজ্যের ছটি বিধানসভা উপনির্বাচনের অন্যতম তালডাংরায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ। বুথ দখলের অভিযোগ ছাড়া বড় কোনও গন্ডগোলের খবর মেলেনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৫ শতাংশ। ২৬৪টি ভোটগ্রহণ কেন্দ্রের অধিকাংশ বুথে বিশেষ ভিড় নজরে আসেনি। বেলা ৯টা পর্যন্ত ভোট পড়ে ১৮শতাংশ, বেলা একটায় তা গিয়ে দাঁড়ায় ৪৮ শতাংশ।
তালডাংরা উপনির্বাচনে পাঁচজন প্রার্থী লড়াইয়ে অবতীর্ণ হলেও লড়াই মূলতঃ দ্বিমুখী। শাসক তৃণমূলের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ও প্রধান বিরোধী দল বিজেপির অনন্যা রায় চক্রবর্তী। জয়ের ব্যাপারে দুই প্রার্থীই
আত্মবিশ্বাসী।
বিজেপি নেতা তথা বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা বলেন, কয়েকটি বুথ শাসক দল দখল করে নেয়, কোনও প্রতিবাদেও ফল মেলেনি। তালডাংরায় একটা অঘটনের প্রতীক্ষায় রয়েছি বলে তিনি মন্তব্য করেন। বিজেপি প্রার্থী অনন্যা দেবীও জয়ের ব্যপারে আশাবাদী।
অপরদিকে স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে ভোট নির্বিঘ্নে হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।