আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ নভেম্বর: আগামীকাল শুরু হবে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহন পর্ব। চুড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করতে রবিবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে বসা ডিসিআরসি থেকে ভোটকর্মীরা ভোটগ্রহন সামগ্রী নিয়ে বুথে বুথে রওনা হয়েছেন।
কালিয়াগঞ্জ বিধানসভার ২৭০টি বুথে মোট ১৫৭৮ জন ভোটকর্মী ভোট নেবেন। কালিয়াগঞ্জ বিধানসভার মোট ২ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন ভোটার আগামীকাল নিজেদের ভোটদানের মাধ্যমে ৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন করবেন।