সাথী দাস, পুরুলিয়া, ২৭ ফেব্রুয়ারি: সুষ্ঠুভাবে পৌর নির্বাচন প্রক্রিয়া শেষ হল পুরুলিয়া জেলার তিন পৌরসভায়। এবার ২ তারিখ পর্যন্ত প্রার্থীদের ভাগ্য ইভিএম মেশিনে বন্দি হয়ে থাকল স্ট্রং রুমে। তিন পৌরসভার স্ট্রং রুমে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। পুরুলিয়ায় এমভিআই স্কুল, ঝালদায় স্থানীয় হাই স্কুলে এবং রঘুনাথপুর মহকুমা শাসক কার্যালয়ে স্ট্রং রুম করা হয়েছে। সেখানেই ২ মার্চ গণনা হবে।

সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। পুরুলিয়া পৌরসভা, ঝালদা পৌরসভা এবং রঘুনাথপুর পৌরসভায় এদিন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়। প্রতিটি বুথে মোতায়েন ছিল পর্যাপ্ত পরিমাণে পুলিশ। বিকেল পাঁচটা পর্যন্ত ঝালদা পুরসভায় ৮৪.৭৬%, রঘুনাথপুরে ৭৮.৩০% এবং পুরুলিয়ায় শতকরা ৬৯.০৬% ভোট পড়ে। সেই নিরিখে জেলায় ভোটের গড় হার ৭৭.৩৭%।

