Voter list, Country, কেবল বিহার পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশজুড়ে হবে ভোটার তালিকা সংশোধনের কাজ

আমাদের ভারত, ৬ মে: বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন বড়সড় সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। সূত্রের খবর, কমিশন বিহারের ভোটের পরপরই রাজ্য ধরে ধরে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে। যার জন্য রাজ্যগুলির মতামত নেওয়ার জন্য আগামী ১০সেপ্টেম্বর দিল্লিতে একটি বিশেষ বৈঠক ডেকেছে কমিশন।

১০ সেপ্টেম্বর দেশের সব মুখ্য নির্বাচনী অফিসারকে দিল্লিতে বৈঠকে ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য কমিশনাররা।

প্রসঙ্গত, বিহারে ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপির বিরুদ্ধে‌ সরব হয়েছে বিরোধী দলগুলি। আর জে ডি, কংগ্রেসের সাথে বাম দলগুলি তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির বিরোধিতা করে চলেছে। তাদের অভিযোগ, বেছে বেছে বিরোধীদের নাম বাদ দেওয়া হচ্ছে। মূলত কেন্দ্রের শাসক দল আগামী ভোটগুলিতে বিশেষ সুবিধা নিতেই কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ বিরোধীদের।

চলতি বছরে বিহারের পরেই ভোট রয়েছে পশ্চিমবঙ্গ অসম, তামিলনাড়ু, কেরল, পদুচেরিতে। সূত্রের খবর, বিহারের পর কমিশন দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চালাবে। যাকে কেন্দ্র করে এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্যে বিরোধ সপ্তমে উঠতে পারে।

এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কমিশনের বিরুদ্ধে সরব হয়ে ভোট চুরির অভিযোগ করেছিলেন। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভোটার তালিকা পুনর্বিবেচনার বিরোধিতায় সরব হন। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করেন, একটিও বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়লে দিল্লিতে বিক্ষোভ ছড়াবে।

কিন্তু এই ভোটার তালিকা সংশোধনীর কাজ কিভাবে হচ্ছে ও কেন হচ্ছে তা সহজ করে ইতিমধ্যেই ব্যাখা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

তিনি বলেছিলেন, ২০০২-০৩ সালে পশ্চিমবঙ্গে শেষ এস আই আর হয়েছিল। ২০০২-০৩ সালে ভোটার লিস্টে আপনার নাম থাকলে আপনি ওকে। অর্থাৎ আপনার নাম এবারেও উঠে যাবে। তবে আরেকজন বলতে পারেন সেই সময় আপনার বয়স ১৮ বছর হয়নি। অর্থাৎ ২০০৩ সালে ১৮ বছর বয়স হয়নি বলে সেই সময় ভোটার লিস্টে নাম ছিল না‌। পরে তার ১৮ বছর হয়েছে। তাহলে আপনার মা-বাবার নাম ছিল। সেই প্রমাণ দেখালেই আপনার নাম উঠে যাবে।”

এরপর কেন্দ্রীয় মন্ত্রী কটাক্ষ করে বলেন, “কিন্তু আপনি বলছেন, ২০০২ সালে আমার নাম নেই। এখন আমার নাম তুলতে হবে। তার মানে কী? বলছেন আপনার বাবা- মায়ের নামও নেই। তার মানে কী? প্রশ্ন, তাহলে আপনি কোথা থেকে এলেন? খেজুর গাছ থেকে টপকালেন, নাকি মাটি খুঁড়ে বেরলেন? সেটা আগে বলুন। এর দুটো অপশন হতে পারে, হয় আপনি অনুপ্রবেশকারী, আর না‌ হয় অত্যাচারিত হিন্দু।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *