আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ জানুয়ারি: নারী পাচারকারী সন্ধেহে এক মহিলা সহ সন্দেহভাজন এক ব্যক্তিকে তুলে দিল পুলিশের হাতে। অভিযুক্তের নাম পীযূষ পাল। সোদপুর ঘোলার বাসিন্দা। আজ সকালে গাইঘাটা থানার ঠাকুরনগর স্টেশনে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা এক মহিলা সহ পীযূষকে আটক করে পুলিশকে খবর দেয়।
সূত্রের খবর, গতকাল ওই মেয়েটির সঙ্গে শিয়ালদা স্টেশনে পীযুষের পরিচয় হয়। তারপরে তাঁকে পীযূষ বিয়ের নাম করে নিয়ে ঠাকুরনগর এলাকায় চলে আসে। তাদের হাবভাব চালচলন দেখে সন্দেহ হয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের। তখন তারা তাদের দাঁড় করায় এবং মেয়েটির সঙ্গে কথা বলে। প্রথমে মেয়েটি তাদের কিছু বলতে চায়নি, পরবর্তীতে মেয়েটিকে তাদের পরিচয় দিয়ে আশ্বস্ত করাতে সব কথা খুলে বলে।
মেয়েটি জানায়, সে এই ছেলেটিকে চেনে না। তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে চলে এসেছে এবং বিয়ে করবে বলেছিল। যদিও ছেলেটি প্রথমে নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছিল। কথায় অসঙ্গতি দেখে পুলিশকে জানায় স্বেচ্ছাসেবী সংস্থা। ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ, তাদের উদ্ধার করে নিয়ে আসে থানায়। পরবর্তীতে জিআরপির হাতে তুলে দেয় তাদের।