আমাদের ভারত, হাওড়া, ৮ নভেম্বর: কালীপুজোর সময় বাজি পোড়ানো বন্ধ রাখতে এবং মন্ডপে ডিজে বক্স না বাজানোর আবেদন নিয়ে পথে নামল একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার উলুবেড়িয়া শহরে মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে আয়োজিত এই সচেতনতা পদযাত্রায় হাতে ব্যানার ও পোস্টার নিয়ে পথে নামল সংগঠনের সদস্যরা। এদিন সকালে উলুবেড়িয়া গরুহাটা থেকে পদযাত্রা শুরু হয়ে উলুবেড়িয়া থানায় গিয়ে শেষ হয়। পরে মহকুমা শাসকের দফতরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
সচেতনতা পদযাত্রা সম্পর্কে মাধবপুর পরিবেশ চেতনা সমিতির সম্পাদিকা জয়িতা কুন্ডু জানান কালীপুজোর সময় বাজি পোড়ানোর পাশাপাশি তাড়স্বরে ডিজে বক্স বাজানোর ফলে শিশু থেকে বৃদ্ধ সকলেই সমস্যায় পড়ে। বিশেষ করে এবারে করোনা পরিস্থিতির কারণে এই সমস্যা আরোও বাড়বে। আর সেই কারণেই আমরা সকলের কাছে বাজি পোড়ানোর পাশাপাশি ডিজে বক্স না বাজানোর আবেদন জানাচ্ছি। এদিন তিনি বলেন, আদালত এবারে বাজি পোড়ানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। আমাদের সন্দেহ অনেকেই লুকিয়ে বাজি পোড়াবে। সেই কারণে আমরা প্রশাসনের কাছে এই ব্যাপারে বিশেষ নজরদারি চালানোর আবেদন জানিয়েছি।