আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ এপ্রিল: লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মতো মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে খাবার বিতরণ করে আসছে তারা মা ট্রাস্ট। বৃহস্পতিবার পাথরঘাটাতে খাওয়ার তুলে দিলেন সংগঠনের সদস্য গোপাল সাহা, প্রসেনজিৎ চক্রবর্তী প্রমুখ। পাশাপাশি লালগড় থানার লালগড়, পূর্ণাপানি, টার্কি প্রভৃতি গ্ৰামের প্রায় দুই হাজার দরিদ্র মানুষকে লালগড় রামকৃষ্ণ মিশন ও সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে আজ দুপুরে খাবার দেওয়া হয়। তাছাড়াও প্রত্যেক পরিবারকে চাল ডাল তেল সহ শুকনো খাদ্য শস্য দেওয়া হয়। উপস্থিত ছিলেন কমান্ডান্ট বজরং লাল, এস কে বোস সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন শালবনী বিধানসভা এলাকার ভীমপুর, গোয়ালতোড়, কিয়াবনী সহ ১২ টি গ্ৰামে প্রায় তিন হাজার দরিদ্র মানুষকে স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতোর উদ্যেগে রান্না করা খাবার বিতরণ করা হয়।