পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মে: আজ মেদিনীপুর শহরের ২ নং ওয়ার্ডের প্রয়াত প্রাক্তন কাউন্সিলর দেবী চক্রবর্তীর ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দেবী চক্রবর্তি স্মৃতি ভবনে।
২০১২ সালে ২৮ মে আজকের দিনে একটি পথ দুর্ঘটনায় নাতি এবং বৌমা সহ প্রাণ হারান তিনি। তাঁর অকাল প্রয়াণকে স্মরণীয় রাখতে দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগ প্রতি বছরের মতো এবছরও নানা স্মৃতি চারণা এবং রক্তদান কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানান রাজনৈতিক দলের নেতা, তাঁর সঙ্গে কাজ করা সমাজের নানান স্তরের সহকর্মী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুরা। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন তাঁর একমাত্র পুত্র নির্মাল্য চক্রবর্তী। আজকের কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।