স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে খাতড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ আগস্ট: স্বাধীনতার অমৃত মহোৎসবে মেতে উঠেছে সারা দেশ৷ এই মহোৎসবে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগ উল্লেখযোগ্য। ‘স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন সমিতি’র দক্ষিণ বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে এবং ‘বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদের সহযোগিতায় আজ খাতড়া সরস্বতী শিশুমন্দিরে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির৷

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ বাঁকুড়া জেলার সংঘচালক অশোককুমার গোপ৷ এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি সুভাষচন্দ্র দত্ত, বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদের বাঁকুড়া জেলা সংযোজক কাজলবরণ সিংহ, শিশুমন্দিরের সম্পাদক মৃণালকান্তি মাহাতো সহ অনেকে৷

শিবিরে ২১ জন মহিলা সহ মোট ১০১ জন রক্তদাতা রক্তদান করেন৷ উদ্যোক্তাদের পক্ষে বিশ্বরূপ মণ্ডল বলেন, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য এই রক্ত সংগ্ৰহ করে খাতড়া ব্লাড ব্যাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *